আমরা অনেকেই টাকাকে ঠিকঠাক ম্যানেজ করতে পারি না, বিভিন্ন ভাবে টাকাকে খরচ করে
ফেলি। তাই যদি প্রত্যেক মাসে একটু একটু করে টাকা সঞ্চয় করে থাকি তবে ভবিষ্যতে আমাদেরই খুব
কাজে লাগবে। তাই আমরা সঞ্চয়ের জন্য নানা দিক অবলম্বন করে থাকি, যেমন ফিক্সড ডিপোজিট,
ব্যাংকে RD করা ইত্যাদি। আবার অনেকে পোস্ট অফিসে RD করে থাকেন। এখন পোস্ট অফিস RD
Rate 5.80% থেকে বেড়ে 6.50 হয়েগেছে। এটা একটা দারুন সুযোগ ।
এটি চালু করার জন্য আপনাকে পোস্ট অফিসে একটি খাতা খুলতে হবে। তারপর প্রতি
মাসে 100 টাকা থেকে শুরু ,আপনি আপনার নিজের বাজেট অনুযায়ী টাকা জমা দিতে পারেন
100,200,500,1000 টাকা।
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন