i) এটি একটি কেন্দ্রীয় সরকারের Child Scheme - সুকন্যা সমৃদ্ধি যোজনা। এটি পোস্ট অফিস বা যেকোনো ব্যাংকে করতে পারবেন।
ii) এই যোজনাটি শুধু মাত্র কন্যা সন্তানদের জন্য।
iii) Sukanya Samriddhi Account (SSA) - মূল উদ্দেশ্য হল কন্যা সন্তানের উচ্চ শিক্ষা বা বিবাহ।
iv) ১০ বছরের কম বয়সের বাচ্চার নামে A/C খোলা যাবে।
v) এখানে সর্বোচ্চ দুটি কন্যা সন্তানের নামে A/C খোলা যাবে। যমজ হলে ৩ জন মেয়ের নামে A/C খোলা যাবে।
* আইনি ভাবে দত্তক মেয়ের নামেও A/C খোলা যাবে।
Deposit:
- Minimum Deposit Amount -250 টাকা।
- Maximum Deposit Amount 1.5 লক্ষ টাকা।
- Deposit Period -15 বছর (16,17,18,19,20,21 বছর প্রিমিয়াম দিতে হবে না)
Maturity:
- Maturity Period - 21 বছর
i) ম্যাচিওরিটির টাকা মেয়ের একাউন্টে
ক্রেডিট হবে।
ii) ম্যাচিওরিটির আগে মেয়ের বিয়ে দিলে a/c থেকে টাকা তুলতে পারবেন।
ধরুন আপনি প্রতিমাসে 1000 টাকা করে বাৎসরিক 12000 টাকা জমা করেন তাহলে maturity হলে আপনি পেয়ে যাবেন
Total Investment - 150000/-
Total Interest পাবেন -374206/-
Total Investment + Interest= 554206/- টাকা
আয়কর সুবিধা:
i) 1.5 লক্ষ টাকা Tax ছাড় পাবেন U/S - 80C under - এ
ii) Tax free Interest
Partial Withdrawal Facility - Available
i) 18 বছর পর।
ii) মেয়ের লেখা পড়া বা উচ্চ শিক্ষার জন্য।
iii) আপনি 50% টাকা তোলার সুবিধা পাবেন।
iv) প্রমাণ হিসেবে - শিক্ষা প্রতিষ্ঠানের Admission fees অথবা Fee Slip জমা করতে হবে।
Premature Closure - Available
i) একাউন্ট চলাকালীন কন্যা সন্তানের মৃত্যু হলে।
ii) কন্যা সন্তান অন্য দেশের নাগরিকত্ব নিতে চাইলে। তবে ১ মাস আগে দরখাস্ত করতে হবে।
iii) কন্যা সন্তানের প্রানঘাতী অসুখ বা Parents মারা গেলে।
Rate of Interest:-
i) বর্তমান হার - 8.20%
ii) এই একাউন্টের রেট সরকার প্রতি তিন মাসে পরিবর্তন করে।
Account Transfer Facility - Available
i) এক পোস্ট অফিস থেকে অন্য পোস্ট অফিসে।
ii) এক ব্যাঙ্ক থেকে অন্য ব্যাঙ্কে।
iii) এক পোস্ট অফিস থেকে অন্য ব্যাঙ্কে।
iv) বাসস্থান পরিবর্তন করলে কোন চার্জ লাগবে না।
* অন্য কোন কারনে একাউন্ট পরিবর্তন করলে 100 টাকা চার্জ লাগবে।
আপনার যদি এই পোস্ট ভালো লেগে থাকে তাহলে অবশ্যই এই পোস্টটি আপনাদের আত্মীয়দের share করে দিন, যেন ওনাদের শিশু কন্যার ভবিষ্যৎ উজ্জ্বল হয়। 🙏
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন